Market

ইতিহাস তৈরী হলো ক্রিপ্টোকারেন্সি বাজারে। গত ২০ অক্টোবরের পর এবার সপ্তাহের শুরুতেই সুখবর দিল ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এই প্রথমবার গত ২৪ ঘণ্টায় তিন ট্রিলিয়নের রেকর্ড ছুঁলো বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আর দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি আথার।
বিটকয়েন ও আথার যথাক্রমে ৬৭,৭০০ ডলার ও ৪৮০০ ডলারে পৌঁছেছে। এবার নতুন নজির গড়ে প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেল ক্রিপ্টোকারেন্সির মূল্য। প্রসঙ্গত, এর আগে ক্রিপ্টোকারেন্সির মূল্য ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছিল ৬৬,১৭০ ডলারে। গত ২৪ ঘন্টায় ক্রিপ্টোকারেন্সির মোট মূল্য বৃদ্ধি পেয়েছে ১.২৪ ট্রিলিয়ন। পাশাপাশি ট্রেডিং ভলিউম হয়েছে ১.১৪ বিলিয়ন। তবে হঠাৎ এই মূল্যবৃদ্ধির প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে, গত মাসে ইউএস বেসড বিটকয়েন এক্সচেঞ্জ ফান্ড লঞ্চ হওয়ার জন্যই বিটকয়েন ও আথারের পরিমান বেড়েছে।
ক্রিপ্টোকারেন্সির বাজারের এই সাফল্যের ভুয়সী প্রশংসা করেছেন ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের অন্যতম সফল প্ল্যাটফর্ম মুডরেক্সের কর্ণধার এবং কো ফাউন্ডার এডুল প্যাটেল। ক্রিপ্টোকারেন্সির রেকর্ড সাফল্যের এই মুভমেন্ট আগামী দিনে ক্রিপ্টো বাজারকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলেই অভিমত বিশেষজ্ঞদের।
ব্যুরো রিপোর্ট