Daily

আগামী মার্চেই শেষ হতে চলেছে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে তৈরির কাজ। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর ‘নিউ ইন্ডিয়া’-র অধীনে ১হাজার ৩৫০ কিলোমিটার দীর্ঘ এই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রস্তাব গৃহীত হয়। ২০১৯ সালে স্থাপিত হয় ভিত্তি প্রস্তর। মার্চে এটি তৈরি ও ব্যবহারযোগ্য হয়ে গেলে উপকৃত হবেন বহু মানুষ।
দিল্লি থেকে ফরিদাবাদ, সোহনা হয়ে জেওয়ার বিমানবন্দরকে পাশে রেখে মুম্বইয়ের জওহরলাল নেহরু বিমানবন্দর পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে পৌঁছানোর কথা। যদিও সম্প্রতি সরকার পরিকল্পনা করছে যাতে রাস্তাটিকে মুম্বইয়ে দক্ষিণের নারিমান পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায়। রাস্তাটি তৈরি হয়ে গেলে দিল্লি থেকে মুম্বাই যেতে এবং আসতে সময় বাঁচবে প্রচুর।
দীর্ঘতম এই এক্সপ্রেসওয়ে প্রকল্পে সরকার বরাদ্দ করেছে ৯৮ হাজার কোটি টাকা। এটি একটি পরিবেশবান্ধব এক্সপ্রেসওয়ে হিসেবে তৈরি করা হচ্ছে। যার যাত্রাপথে এটিএম, হোটেল, ফুড কোর্ট, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন এবং ফুয়েল স্টেশনের ব্যবস্থা থাকছে। এছাড়াও এটি ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে হতে চলেছে যেখানে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের জন্য প্রতি ১০০ কিলোমিটারে হেলিপ্যাড তৈরি থাকবে।
এখানেই শেষ নয়। এখানে রাস্তার দুই ধারে প্রায় ২ মিলিয়ন গাছের আচ্ছাদন থাকবে। প্রতি ৫০০ মিটারে বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থাও থাকবে এই হাইওয়েতে। দীর্ঘ ৩২ মাসের প্রকল্প বাস্তবায়িত হওয়াকে ‘রেকর্ড’ হিসেবে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
ব্যুরো রিপোর্ট