Daily

মূল্যবৃদ্ধির চড়া প্রভাবে, মন্দার আশঙ্কা দেখা দিয়েছে ইউরোপের বহু দেশসহ আমেরিকায়। চাহিদা কমে যাওয়ায় তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারতের রপ্তানিতে। সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, সোনার গয়না, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং তৈরি পোশাক, দামি পাথর, তুলো এবং প্লাস্টিকজাত পণ্য রপ্তানিতো মার খাচ্ছেই আর তার পাশাপাশি, নিষেধাজ্ঞা জারি হয়েছে বিভিন্ন ধরনের চাল রপ্তানিতেও। শুল্ক বসায় এবং খুদ পাঠানোয় চাল রপ্তানিও ৪০-৫০ লক্ষ টন কমতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।
ভারত বিভিন্ন দেশে যা রপ্তানি করে তার মধ্যে ২৫ শতাংশই হল প্রকৌশল পণ্য বা ইঞ্জিনিয়ারিং পণ্য। আগস্ট মাসে এই ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে । প্রায় ১১ হাজার ২০০ কোটি ডলারের পণ্য বিদেশে গিয়েছিল ২০২১-২২ সালে, এবারের লক্ষ্য ১২ হাজার ৭০০ কোটি ছিল। কিন্তু তা অর্জন হওয়ার আর সম্ভবনা আর নেই বললেই চলে। এমনটাই জানলেন ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের চেয়ারম্যান রাকেশ শাহ।
বিশ্ববাজারে চালের ৪২ শতাংশ সরবরাহ করে ভারত। স্বাভাবিকের তুলনায় এই বছর খরিফ মরসুমে বৃষ্টিপাত কম হওয়ায় ভারতে ধানের উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের রপ্তানিতে শুল্ক আরোপ করার পদক্ষেপে চালের রপ্তানি ১.৬ থেকে ১.৭ কোটি টন পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ