Daily

পরিবেশ বান্ধব তো বটেই আর তার সাথে সাথে পেট্রোল ও ডিজেলের খরচও নেই। পাশাপশি লো মেনটেনেন্স চার্চ। ঠিকই বুঝেছেন, ইলেকট্রিক ভেহিকেলের কথাই বলছি। ইলেকট্রিক গাড়ি কেনায় অমত না থাকলেও, সাধারণ গাড়ির তুলনায় ইলেকট্রিক গাড়ির দাম বেশি হওয়ায় মানুষ এড়িয়ে যান এই গাড়ি কিনতে। কিন্তু এবার ভারতে আসতে চলেছে সবথেকে সস্তা বৈদ্যুতিক গাড়ি। টাটা মোটরসের হাত ধরে ভারতে বাণিজ্যিকভাবে আসতে চলেছে সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই গাড়ির দাম থাকবে সাড়ে বারো লক্ষ টাকার নিচে।
Tigor EV বর্তমানে টাটা মোটরসের সব থেকে কম দামি বৈদ্যুতিক গাড়ি। এর প্রারম্ভিক মূল্য সাড়ে ১২ লক্ষ টাকা হওয়ায় স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, নতুন লঞ্চ হওয়া গাড়িটির দাম তার থেকে কমই হবে।এখনো পর্যন্ত টাটা মোটরস আনুমানিক ১৭ হাজার মতন বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। এবং তাদের লক্ষ্য ২০২৩ অর্থবর্ষের মধ্যে তারা পঞ্চাশ হাজার বৈদ্যুতিক গাড়ি বিক্রি করবে।
নেক্সন ইভি, টিগার ইভি এবং এক্সপ্রেস টি। টাটা মোটরস দেশীয় বাজারে এই তিনটি বৈদ্যুতিক পণ্য বিক্রি করে। সংস্থা সম্প্রতি একটি কূপ স্টাইল SUV এর কথা জানিয়েছেন। আগামী দু বছরের মধ্যেই লঞ্চ হতে পারে এটি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ