Market

৬০ টাকাতেই মিলবে পেট্রোল! জোরদার পরিকল্পনার দিকে এগোচ্ছে কেন্দ্র। জ্বালানির দাম যেভাবে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছিল, সেখানে রীতিমত নাভিশ্বাস উঠেছিল আমজনতার। তবে খুব শীঘ্রই দাম কমতে পারে জ্বালানির। কেন্দ্রের নেওয়া এই বিশেষ পরিকল্পনা বাস্তবায়িত হলে হয়তো খানিক স্বস্তিতে বাঁচবেন আমজনতা।
কেন্দ্রের তরফে পেট্রোল আর ডিজেলের দাম লিটার প্রতি ৫ আর ১০ টাকা কমানোর পরেও মোটেই শান্তিতে দুচোখের পাতা এক করতে পারছেন না সাধারণ মানুষ। তবে এবার হয়তো সুদিন আসতে পারে। মাত্র ৬০ টাকায় মিলতে পারে গাড়ির জ্বালানি। কেন্দ্রের এই বিশেষ পরিকল্পনা অনুযায়ী চলছে ইথানল ব্লেন্ডিং-এর কাজ। জ্বালানির মূল্যবৃদ্ধির এই পরিস্থিতিতে ফ্লেক্স ফুয়েল দ্রুত পেশ করতে চলেছে দরকার। এই বিষয়ে চুক্তি সই করে ফেলেছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, পেট্রোল ও ডিজেলের প্রতি নির্ভরতা কমাতে বিকল্প উপায় খুঁজে বের করেছে কেন্দ্র। সরকারিভাবে আগামী কয়েক মাসের মধ্যেই ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক হতে চলেছে। অটো মোবাইল কোম্পানিগুলোকে ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছে কেন্দ্র।
এখন প্রশ্ন হচ্ছে, কি এই ফ্লেক্স ফুয়েল? আসলে ফ্লেক্স ফুয়েল হলো গ্যাসোলিন আর ইথানলের সংমিশ্রণে তৈরি বিকল্প জ্বালানি। ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন আসলে স্টান্ডার্ড পেট্রোল ইঞ্জিনই। তবে এতে কিছু অতিরিক্ত কম্পোনেন্ট থাকে, যা একের বেশি জ্বালানির মাধ্যমে চালানো যায়। এই ইঞ্জিন ইলেকট্রিক্যাল ভেহিকলের তুলনায় কম বিনিয়োগ তৈরি হয়।
ব্যুরো রিপোর্ট