Daily

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল আর এমটিএনএলের একাংশ সম্পত্তি বিক্রির পথে এগোল কেন্দ্র। যার ন্যূনতম দাম ধরা হয়েছে ৯৭০ কোটি টাকা। গত শনিবার এমনটাই জানালো কেন্দ্রীয় লগ্নি ও সম্পদ পরিচালনা দপ্তর।
এদিকে মোদীর এই সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করেছেন বিএসএনএল এমপ্লয়িজ় ইউনিয়ন। তারা জানিয়েছে, সংস্থার এই শেয়ার বিক্রির খবর আসলে সংস্থাকে আরও ফাঁপরে ফেলা। ভবিষ্যতে সংস্থার স্বাস্থ্য আরও রুগ্ন হবে এর ফলে। দেশে ৫জি, ৬জি নিয়ে প্রশ্ন তুললেও বিএসএনএলের ৪জি পরিষেবা চালু করা নিয়ে ঢিলেমি করছে কেন্দ্রীয় সরকার। আর এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।
বাস্তবে সংস্থার শেয়ার যদি নিজে থেকে সংস্থা বিক্রি করতো, তাহলে সেই বাবদ অর্থ তাদের নিজেদের হতে আসত। এখন যদি সেই বিক্রির ভার কেন্দ্র নেয়, তাহলে বিক্রিবাবদ অর্থ কেন্দ্রের কোষাগারে আসবে। আর তেমনটা হলে সেই অর্থ জমা পড়লে কবে বিএসএনএল তার ভাগ পাবে তা নিশ্চিত নয়। আর এখানেই বিরোধিতার সুর চড়িয়েছে বিএসএনএলের কর্মীরা।
উল্লেখ্য, কলকাতা, হায়দ্রাবাদ, চণ্ডীগড় ও ভাবনগরে বিএসএনএলের সম্পত্তির ন্যূনতম মোট দর ধরা হয়েছে ৬৬০ কোটি টাকা এবং এমটিএনএলের ক্ষেত্রে তা ৩১০ কোটি বলে জানিয়েছে কেন্দ্রীয় লগ্নি ও সম্পদ পরিচালনা দপ্তর।
ব্যুরো রিপোর্ট