Market

এবার অনলাইনে পণ্য বিক্রির নিয়মে বেশ কিছু সংশোধিত নিয়ম আনতে চলেছে কেন্দ্র। এবিষয়ে আগামী ৬ জুলাই এর মধ্যে মতামত পোষণ করার আর্জি জানিয়েছে কেন্দ্র। ক্রেতা সুরক্ষায় জোর দিতেই এই নিয়মের কড়াকড়ি বলে জানা গিয়েছে।
প্রস্তাবিত নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অবিজেপি রাজ্যগুলি। ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি গত রবিবার, নিয়ম লঘু না করার আর্জি জানিয়েছে। সম্প্রতি ক্রেতা সুরক্ষা মন্ত্রক কর্তৃক ই-কমার্স সংস্থাগুলির জন্য নিয়মের সংশোধিত খসড়াতে বলা হয়েছে, পণ্য সম্পর্কে ভুল তথ্য দিয়ে তা বিক্রি, প্রযুক্তির সুবিধা নিয়ে জালিয়াতি করে কম সময়ের মধ্যে পণ্য বিক্রি এবং মুনাফা বাড়াতে অনৈতিক ব্যবসায়িক প্রক্রিয়া ঠেকাতে এই পদক্ষেপ। সরকারি সংস্থার নির্দেশের ৭২ ঘণ্টার মধ্যে উত্তর দিতে হবে ই-কমার্স সংস্থাকে।
তবে নয়া নিয়ম কার্যকর হলে ই-কমার্স সংস্থাগুলির বিধি মানার জটিলতা বাড়বে বলে বিভিন্ন রাজ্য মনে করছে। যা বিঘ্নিত করতে পারে সহজে ব্যবসার পরিবেশকে। ধাক্কা খেতে পারে বিনিয়োগ, রাজস্ব। ই-কমার্সের উপরে নির্ভর করে বহু ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থা ব্যবসা করছে। সমস্যা বাড়তে পারে তাদেরও।
ব্যুরো রিপোর্ট