Prime
Daily
ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
By Business Prime News | June 8, 2021
Daily
ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে দীঘা এসে পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সড়কপথেই বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তাঁরা।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যেবেলাতেই রাজ্যে এসে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সোমবার থেকেই ইয়াস বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করছেন তাঁরা। ইতিমধ্যে তাঁরা বৈঠক করেছেন জেলা এবং রাজ্য প্রশাসনের সঙ্গে।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার ক্ষত সারিয়ে তোলার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছেন। সেইভাবে কাজও শুরু হয়ে গেছে। ইয়াসে রাজ্যের ক্ষয়ক্ষতির অঙ্ক প্রায় ২০ হাজার কোটি টাকার রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে।
ব্যুরো রিপোর্ট