Daily

লকডাউনে কাজ হারিয়েছেন? বেকার ভাতা দেবে কেন্দ্র। অতিমারীতে বিপর্যস্ত দেশের শিল্পক্ষেত্রগুলি। কোথাও ঝুলেছে তালা, কোথাও হয়েছে কর্মী ছাঁটাই। ফলস্বরূপ কাজ হারিয়েছেন একাধিক মানুষ। এবার সেই সমস্ত কাজ হারানো মানুষের পাশে দাঁড়ালো কেন্দ্র। নতুন প্রকল্পের ঘোষণা করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনা। এই প্রকল্পের ফলে উপকৃত হবেন ৫০ হাজারেরও বেশি মানুষ, এমনটাই মনে করছেন মোদি সরকার। করোনা ঝড়ের জেরে কর্মহীন হয়ে যাওয়া ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় তিন মাসের জন্য আর্থিক সহযোগিতা পাবেন। এক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে কাজ হারানো সেই সমস্ত ব্যক্তিকে তার কাজ থাকাকালীন তিনি যা বেতন পেতেন তার ৫০% পর্যন্ত সাহায্য দেওয়া হবে।
কাজ হারানোর ৩০ দিন পর থেকে এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন ওই ব্যক্তি। এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ ২০২১ সালের ৩০ শে জুন থাকলেও, অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়িয়ে দেওয়া হয়েছে সময়সীমা। নাম নথিভুক্ত করার শেষ তারিখ বেড়ে হয়েছে ২০২২ সালের ৩০ সে জুন।
ব্যুরো রিপোর্ট