Prime
Daily
ডাকঘরে গ্রাহকদের মেসেঞ্জার সুবিধা ফিরিয়ে নিল কেন্দ্র
By sanchitabpn21 | August 6, 2021
Daily
ডাকঘরে নানা কারণে বহু গ্রাহকেরা সুবিধা নিতে পারেন না। যারা অসুস্থ বা প্রবীণ মানুষ রয়েছেন তারা আসতে পারেন না। আর গ্রাহকদের অনুমতি নিয়ে যিনি টাকা লেনদেন করেন তাকে বলা হয় মেসেঞ্জার। মেসেঞ্জারের মাধ্যমে টাকা আদান প্রদান করার জন্যই পোস্ট অফিসে টাকা রাখা হয় । এবার কেন্দ্রীয় সরকার সেই ডাকঘর মেসেঞ্জারের সুবিধা তুলে নিল । প্রবীণ নাগরিক এবং অসুস্থ ব্যক্তিদের নানা অসুবিধার কথা প্রায় এক প্রকার উড়িয়ে দিয়েই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র।
কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হল যে কোনো সঞ্চয় প্রকল্পের ম্যাচুরিটি বা প্রাপ্য টাকার মেয়াদ শেষ হলে সেই টাকা মেসেঞ্জারকে দেওয়া হবে না।
ব্যুরো রিপোর্ট।