Daily

অনাবৃষ্টির কারণে ধানের চাষ প্রয়োজনের তুলনায় বেশ কম হয়েছে এবারে। আর ঠিক এই কারণে খরিফ মরসুমে শস্যের উৎপাদন বেশ ভালোরকম ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। বাসমতী ও সিদ্ধ বাদে বিভিন্ন চাল রফতানিতে রাশ টেনেছিল কেন্দ্র। এর মূল কারণ হচ্ছে দেশে জোগানে টান পড়া ও তার জেরে দাম আরও বৃদ্ধির আশঙ্কা। এবং তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার খুদ বা ভাঙা চাল রফতানিতে নিষেধাজ্ঞা বসাল খাদ্য মন্ত্রক।
শুক্রবার সকালে খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে এই বিষয়ে জানান যে, উৎপাদন কম হওয়ায় বাসমতী ও সেদ্ধ চাল বাদে বাকিগুলিতে এবার বসানো হবে রপ্তানি শুল্ক। রপ্তানিতে ২০ % শুল্ক বসানোর সিদ্ধান্ত নিলো কেন্দ্র। আর তারই সাথে বন্ধ হল খুদ রফতানিও। আশা করা হচ্ছে এতে হয়তো দাম কমবে কিছুটা।
এর আগে কেন্দ্র বন্ধ করেছিলো গম রপ্তানিও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব বাজারে গমের সঙ্কট দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড়াই করেছিলেন যে গোটা বিশ্বের মুখে ভারতই অন্ন জোগাবে। কিন্তু ফলন নষ্ট হওয়ায় দেশে উত্পাদন মার খায়। ফলে গম রফতানিতে বসে নিষেধাজ্ঞা।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ