Daily

১৯,০২৪ ফুট উচ্চতায় মোটর গাড়ি যাতায়াত করতে পারে, এমন রাস্তা তৈরি করে গোটা বিশ্বকে তাজ্জব করে দিয়েছিল বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও। লাদাখের উমলিংলা পাসে মোটর রাস্তার এই অস্তিত্ব অবাক করেছিল গোটা বিশ্বকে। আশীর্বাদস্বরূপ নেমে এসেছিল লাদাখের পরিবহন ব্যবস্থায়। প্রশংসাও করিয়েছে প্রচুর। তবে সব রেকর্ড একদিকে, গিনেস রেকর্ড আরেক দিকে।
এবার বিআরও-র মুকুটে বসলো নয়া পালক। বিশ্বের সর্বোচ্চ রাস্তা তৈরি করে গিনেস রেকর্ড করলো বিআরও। মঙ্গলবারই এই সম্মানের শংসাপত্র হাতে পেলেন ডিরেক্টর জেনারেল বর্ডার রোডস লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী। ব্রিটেনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সরকারী বিচারক শ্রী ঋষি নাথ একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার রাস্তা নির্মাণের জন্য বিআরও-র অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দিয়েছেন।
উমলিংলা পাস রাস্তাটি কৃতিত্বের আরেকটি ল্যান্ডমার্ক কারণ এটি মাউন্ট এভারেস্টের উত্তর এবং দক্ষিণ বেস ক্যাম্পের চেয়েও বেশি উচ্চতায় নির্মিত হয়েছে। রেকর্ড ভেঙেছে বলিভিয়ার ১৮,৯৫৩ ফুট উচ্চতায় আগ্নেয়গিরি উতুরুঙ্কুর সংযোগকারী রাস্তারও। ১৫ কিলোমিটার দীর্ঘ প্ল্যানমাফিক তৈরি এই রাস্তাটি সীমান্তের সড়ক পরিবহন ব্যবস্থায় একটা ইতিবাচক দিক। টেনে আনবে আর্থিক শ্রীবৃদ্ধিও। এদিন পুরষ্কার গ্রহণের পাশাপাশি আওরালেন সড়ক তৈরির ইতিহাস। এই রাস্তা তৈরির গল্প ঠিক কতটা চ্যালেঞ্জিং ছিল, সেকথাও বললেন রাজীব বাবু।
ব্যুরো রিপোর্ট