Daily

এক লাফে এক লাখ কোটি ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ। গত বছরের এই সময়ের তুলনায়
যা রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত রিপোর্ট বলছে, গত বছর এই সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৪৪০ কোটি টাকা। সেখানে এই বছর তা বেড়ে হয়েছে ১ লাখ ১৬৮ কোটি টাকা।
যদিও এই বৃদ্ধিতে মোটেই খুশি নন ব্যাংকাররা। তাদের দাবি, খেলাপি ঋণ বৃদ্ধির যে হার তারা আশা করেছিলেন, সেই হারে বৃদ্ধি হয়নি খেলাপি ঋণের। তার কারণ, আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যার ফলস্বরূপ ঋণ শোধ না করেও অনেকে ঋণ খেলাপির নাম ও খেলাপ হওয়া ঋণের তথ্য তালিকায় যুক্ত হয়নি।
গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে ঋণের পরিমাণ ছিল ১১,৫৮,৭৭৫ কোটি টাকা। যার মধ্যে ৮৮, ৭৩৪ কোটি টাকাই ছিল খেলাপি। অর্থাৎ মোট ঋণের ৭.৬৬% খেলাপি ছিল। আর গত জুন মাসে সেটা বেড়ে দাঁড়ায় ৮.৬১%। আর এই সেপ্টেম্বর মাসের শেষে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৮.৬০ %- এ। এমনটাই বলছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট।
অতিমারির প্রাদুর্ভাবের কারণে গোটা ২০২০ সাল জুড়ে ঋণ পরিশোধে ছাড় পেয়েছিলেন ব্যবসায়ীরা। আর বাংলাদেশের দেশীয় অর্থনীতিতে ক্রমেই স্পষ্ট হচ্ছে করোনার আঁচড়। ভবিষ্যতে যা আরও প্রকট হবে বলেই অভিমত ব্যাংকারদের।
ব্যুরো রিপোর্ট