Daily

দেশজুড়ে তৎপরতার সাথে ভ্যাক্সিনেশনের কাজ। কিন্তু ভ্যাক্সিন নেওয়ার পরেও বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। আর এই নিয়েই উঠছে প্রশ্ন। প্রশ্নের উত্তর খুঁজতেই দেশজুড়ে গবেষণা চালিয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট। যার রেজাল্টে উঠে এলো এই তথ্য। ভ্যাক্সিনের প্রথম ডোজ ৮-৯ মাস কার্যকর, জানালো আইএসআই-এর রিপোর্ট।
আইএসআই-এর রিপোর্ট বলছে, করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার পরেও যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে বিশেষ কোন ভয়াবহতা লক্ষ করা যায়নি। ৯৩% মানুষই একেবারে সুস্থ হয়ে গিয়েছেন। ৩ % মানুষকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়েছে। বাকি ৪% মানুষ মারা গিয়েছেন। তবে তাদের বেশিরভাগেরই কো-মর্বিডিটি ছিল।
আইএসআই-এর গবেষণায় প্রথম ডোজের কথা বলা হলেও, দ্বিতীয় ডোজ ঠিক কতদিন কার্যকরী সেবিষয়ে খোলসা করে কিছুই বলা হয়নি। এদিকে দেশে ঝড়ের গতিতে চলছে টিকাককরণ কর্মসূচি। তখন কত তাড়াতাড়ি একশো শতাংশ টিকাককরণ করানো সম্ভব হয়, সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট