Daily

করোনার তৃতীয় ঢেউ কাবু করতে পারবে না খুদেদের। কারণ প্রবেশপথে রয়েছে অ্যান্টিবডির দুর্ভেদ্য প্রাচীর। অর্থাৎ করোনার তৃতীয় ঢেউ ঝাঁপিয়ে পড়বার আগেই প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে খুদেদের শরীর, জানালেন চিকিৎসকদের একাংশ।
যদিও শহরের বুকে পার্কসার্কাসের একটি হাসপাতালে ১৮ বছরের কম বয়েসীদের টিকাকরণ শুরু করা হয়েছিল। তবে দেখা গিয়েছে, বেশিরভাগ শিশুর শরীরে করোণাকে কাবু করার বিশেষ প্রোটিন কোষ গঠন হয়ে গিয়েছে টিকাকরনের আগেই, জানালেন বিশেষজ্ঞ ডঃ জয়দীপ চৌধুরী। তারা জানালেন, শিশুরাও হয়তো কোনোভাবে আক্রান্ত হয়েছে, সিম্পটম না থাকায় ধরা পড়ে নি, আর তাই প্রয়োজনীয় প্রোটিন কোষ তৈরি হয়ে গিয়েছে অজান্তেই।
তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তকে কার্যত বুড়ো আঙুল দেখাতে পারে এই অ্যান্টিবডি। শিশুদের শরীরে সাধারণত দু’ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়। টিকাকরনের মাধ্যমে যে অ্যান্টিবডি জন্মায় তারা শুধুমাত্র ওই বিশেষ ভারিয়েন্টকে কাবু করার জন্যে। আর শরীর নিজে থেকে যে প্রাথমিক অ্যান্টিবডি বানায় তা জীবাণুর বহু ধরণের ভারিয়েন্টকে কাবু করতে সক্ষম। তাই বলে যেতেই পারে, তৃতীয় ঢেউয়ের সাথে যুঝতে তৈরি খুদেরা।
ব্যুরো রিপোর্ট