Jobs

কেন্দ্রীয় সরকারের চাকরিতে এবার ইঞ্জিয়ারদের দুর্দান্ত সুযোগ। শতাধিক পদে নিয়োগ করছে কেন্দ্রীয় সংস্থা টিএইচডিসি। অনলাইন আবেদনের শেষ তারিখ- ১৯ অগাস্ট। ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল- ইঞ্জিনিয়ারিং-এর যেকোনো স্ট্রিম থেকেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। কারা আবেদন করতে পারবেন? কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে? বেতন কত? রইলো বিস্তারিত।
শিক্ষাগত যোগ্যতাঃ
মাধ্যমিক/উচ্চমাধ্যমিকে ৬৫% নম্বর থাকা জরুরী।
B.Tech, B.Sc.-তে ৬০% নম্বর থাকতে হবে প্রার্থীর।
হাইড্রো, থার্মাল, সোলার আর উইন্ড ফিল্ডে ১ বছরের পোস্ট কোয়ালিফিকেশনের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়সঃ আবেদনকারীর বয়স ৩২ এর মধ্যে হওয়া জরুরী।
বেতনঃ প্রতি মাসে ৬০,০০০ টাকা।
ওয়েবসাইটঃ www.thdc.co.in