Jobs

টেক্সটাইল শিল্পকে আরও বিস্তৃত করার জন্য, কেন্দ্র, মেক ইন ইন্ডিয়ার অধীনে এক বড় পদক্ষেপ নিতে চলেছে। প্রধানমন্ত্রী মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিওনস অ্যান্ড অ্যাপারেল (PM MITRA)প্রকল্পের অধীনে দেশের সাতটি রাজ্যে – তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট, গুজরাট, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে সাতটি মেগা টেক্সটাইল পার্ক তৈরি হবে বলে সূত্র জানিয়েছে।
২০২১ সালের অক্টোবর মাসে প্রথম এই প্রকল্পটির ব্যাপারে ঘোষণা করা হয়েছিলো। আশা করা হচ্ছে ২০২৬-২৭ সালের মধ্যে এই পার্ক স্থাপন বাস্তবায়িত হবে। এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে জানিয়েছেন যে এই পার্কগুলি Textile sector এর জন্য এক আধুনিক পরিকাঠামো তৈরি করবে, প্রচুর বিনিয়োগকারী আকর্ষিত হবে এবং পাশাপাশি লক্ষ লক্ষ কর্মসংস্থানও সৃষ্টি হবে। এই নতুন পরিকল্পনায় পার্কগুলি স্পিনিং, ওয়েভিং, ডাইং, এবং প্রিন্টিং থেকে শুরু করে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং পর্যন্ত একটা combined textile value-chain তৈরির কেন্দ্র হিসেবে কাজ করবে।
এই ক্লাস্টার ভিত্তিক প্রকল্পটি দেশের বুনন শিল্পের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এক নতুন দৃষ্টিভঙ্গি। এই প্রকল্প যে এই শিল্পে এক নতুন দিশা দেখাতে চলেছে তা বলাই বাহুল্য।
বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ