Jobs

প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরির সুযোগের জন্য অপেক্ষা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ! পশ্চিমবঙ্গের সব জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত বা পোষিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রাইমারি টিচার পদে নিয়োগের জন্য শুরু হয়ে গিয়েছে টেট পরীক্ষার দরখাস্ত নেওয়া। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৪ অক্টোবর থেকে।কারা আবেদন করতে পারবেন? কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে? রইলো বিস্তারিত।
শিক্ষাগত যোগ্যতাঃ
উচ্চমাধ্যমিক পাশ করে, নুন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে এলিমেন্টরি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা কোর্স বা যেকোনো শাখার গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করা যাবে। এছাড়াও বি.এড. কোর্সের ফাইনাল বর্ষের পরীক্ষা দেবেন বা দিয়েছেন তারাও আবেদন করতে পারবেন।
বয়সঃ
বয়স হতে হবে ১-১-২০২২ এর পরিপ্রেক্ষিতে ৪০ বছরের মধ্যে।
পরীক্ষা সংক্রান্ত তথ্যঃ
পরীক্ষাটি হবে মোট ১৫০ নম্বরে। সারা রাজ্যে এই TET এর পরীক্ষাটি একই দিনে হবে। ১১ ডিসেম্বর, রবিবার। নেগেটিভ মার্কিং নেই। ৫ টি বিষয়ের ওপর পরীক্ষা হবে। শিশু মনস্তত্ত্ব, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, অঙ্ক ও পরিবেশ বিজ্ঞান।
বিস্তারিত জানতে নজর রাখুন – www.wbbpe.org ওয়েব সাইটে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ