Daily

বিজেপির কাছে এখন নয়া হাতিয়ার হয়ে উঠেছে বাংলায় সন্ত্রাসবাদ। তাই বারবারই বিজেপি নেতৃত্বের মুখে শোনা যাচ্ছে সন্ত্রাসবাদ নিয়ে রাজ্য সরকারকে কোণঠাসা করা বক্তব্য। তার অন্যথা হল না বৃহস্পতিবার। বনগাঁর বিজেপির সাংগঠনিক বৈঠকে এসে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে যেমন খোঁচাও দিলেন, তেমনই সিআইডি, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি কলকাতার নিউটাউনে পুলিশের গুলিতে মারা গিয়েছে পাঞ্জাবের দুই কুখ্যাত অপরাধী। যারা নিউ টাউনের এক আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। সেই সূত্রেই দিলীপবাবুর এমন কটাক্ষ।
বৃহস্পতিবার দুপুর ১১টা নাগাদ বনগাঁ চাকদা রোড বিজেপির পার্টি অফিসে বিজেপির সাংগঠনিক সম্মেলনে যোগ দিতে আসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংগঠনিক জেলার বিভিন্ন কর্মীদের নিয়ে বৈঠক করেন। মূলত দলের পুরনো কর্মী ও সাংগাঠনিক জেলার নেতৃত্বগণ এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন। পুরনো কর্মীদের গুরুত্ব বৃদ্ধি ও সংগঠনকে মজবুত করতে এই বৈঠক আয়োজিত হয়।
যদিও এই বৈঠকে দেখা যায়নি বনগাঁ মহকুমার তিনজন বিধায়ক সহ সাংসদ শান্তনু ঠাকুরকে। গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর অনুপস্থিত ছিলেন বৈঠকে।
দেবাশীষ মণ্ডল, উত্তর ২৪ পরগনা