Prime
Daily
ভয়াবহ অগ্নিকান্ড হলদিয়া পেট্রোকেমিকেলসে
By sanchitabpn21 | August 4, 2021
Daily
ভয়াবহ অগ্নিকান্ড হলদিয়া পেট্রোলিয়ামে। রক্ষনাবেক্ষনের কাজ করার সময় হঠাৎই ন্যাপথা ট্যাংকারের কাছে পাইপ লাইনে।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছে হলদিয়া পেট্রোকেমিকেলসের দমকল কর্মীরা। ন্যাপথা ট্যাংকারের কাছে পাইপ লাইনে আগুন লাগার কারনে জল ব্যবহার করা যাচ্ছে না, তাই গ্যাস ব্যবহার করেই আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী। মঙ্গলবার হঠাৎই আগুন লাগার কারণে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রাথমিক ভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মাইকিং করে খালি করা হচ্ছে পাশ্ববর্তি দোকানগুলি। শ্রমিকদের কারখানার ভিতর থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি দমকল কর্মীরা।
ব্যুরো রিপোর্ট