Daily
বাংলার সুপ্রাচীন কুটির শিল্পের অন্যতম হচ্ছে টেরাকোটা। আধুনিকতার আড়ালে যা আজ প্রায় বিলীন হওয়ার মুখে। এই শিল্পের জন্য মূলত বাঁকুড়া জেলার নাম বিশ্বের দরবারে জ্বলজ্বল করলেও, বাংলার আনাচে কানাচে এই শিল্পের ছোঁয়া রয়েছে আজও। আর এই শিল্পকে বিশ্বের দরবারে আরও এগিয়ে নিয়ে যেতে এবং শিল্পীদের প্রচার বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার মুস্তাফনগর গ্রাম পঞ্চায়েতের হাটপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে খাদি মেলার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে খাদি বিভাগের সহায়তায় এই দুই দিন ব্যাপী মেলায় উপস্থিত ছিলেন প্রায় ২০ জন টেরাকোটা শিল্পী। নিজেদের হাতে তৈরি টেরাকোটার ফুলদানি, পঞ্চপ্রদীপ, ধুপধানি, কাপপ্লেট সহ আরও অনেক কিছু নিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন তারা।
টেরাকোটা শিল্পীদের প্রচারের আলোয় আনতে পশ্চিমবঙ্গ সরকারের খাদি দপ্তরের তরফে নেওয়া এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। এই ধরণের মেলা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এমন মেলায় সামিল হতে পেরে রীতিমত খুশি সেখানকার শিল্পীরা।
অনুপ জয়সয়াল
উত্তর দিনাজপুর