Daily

তিনদিনের বৃষ্টিতেই ভেঙে পড়ল অস্থায়ী ব্রিজ। বিচ্ছিন্ন হল যোগাযোগ ব্যবস্থা। দিশেহারা পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের কামারপাড়া রাস্তার উপর নারায়ণপুর গ্রামে।
এলাকাবাসীর থেকে খবর নিয়ে গেছে, সেখানে একটি স্থায়ী ব্রিজ অতীতে ছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। জানিয়ে দেওয়া হয়, নতুন স্থায়ী সেতু যতক্ষণ না নির্মাণ হচ্ছে, ততক্ষণ সেখানে একটি অস্থায়ী সেতু বানিয়ে দেওয়া হবে পিডব্লিউডির তরফ থেকে। সেইমত একটি অস্থায়ী সেতু নির্মাণও হয়ে যায়। নির্মাণের সময়ই এলাকাবাসীরা জানিয়েছিলেন, এই সেতুর মাধ্যমে জল নিকাশি কোনভাবেই সম্ভব হবে না। কিন্তু এলাকাবাসীর কথা কানে তোলেন নি পিডব্লিউডির আধিকারিকরা। বুধবার গত তিনদিনের ভারি বৃষ্টির পরেই একেবারে ভেঙে পড়ে অস্থায়ী ব্রিজ। ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভাতারের কামারপাড়া রাস্তায়।
দুর্ঘটনার খবর পেয়েই এলাকায় তড়িঘড়ি উপস্থিত হন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী। খবর পেয়ে ছুটে আসে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। বিধায়ক আশ্বস্ত করেছেন, খুব তাড়াতাড়ি ব্রিজ সংস্কার করে দেবে পিডব্লিউডি।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান