Daily

কথায় আছে, ‘মাঘের শীত বাঘের গায়।’ তবে বেশ কয়েকদিন যাবত তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রবাহ হতাশ করছিল শীত প্রত্যাশীদের। এই বুঝি শীত পালালো! নাহ। এতটাও হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ শীত প্রত্যাশীদের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও একবার শীতের আমেজে ভাসবে বঙ্গ। লেপ কম্বল গুটিয়ে ফেলে থাকলে, আরও একবার নামিয়ে রৌদ্রে সেঁকে নিন। কারণ এবার পারদ পতন হতে পারে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত। জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ভারতে জারি হয়েছে শৈত্য প্রবাহের সতর্কবার্তা।
ঝঞ্ঝা কাটিয়ে মেঘলা আকাশ পরিষ্কার হতেই, বঙ্গে ফের আগমন শীতের। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
ব্যুরো রিপোর্ট