Daily
উত্তুরে হাওয়ার প্রভাব পড়েছে কলকাতা মহানগরীতে। চলতি সপ্তাহের শুরুতেই শহরে শীতের আমেজ থাকবে। এই আবহে হাওয়া অফিস আশ্বস্ত করছে ডিসেম্বরের শেষ অবধি এই কনকনে শীত বহাল তবিয়তে থাকবে।
ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের উভয় জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। সম্ভাবনা নেই বৃষ্টির। রাতে উষ্ণতার পারদ ক্রমে নামতে শুরু হয়েছে। সোমবার ছিল মরশুমের এখনও পর্যন্ত কলকাতায় শীতলতম দিন। ন্যূনতম তাপমাত্রা নেমেছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে।
তবে তিলোত্তমায় মঙ্গলবার এই মরসুমের শীতলতম দিন হলেও আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও নামতে পারে। তার সঙ্গে বিভিন্ন জায়গায় কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে।
ব্যুরো রিপোর্ট