Daily

জাঁকিয়ে শীত বঙ্গে।রবিবার রাতেও একাধাক্কায় তিন ডিগ্রী পারদ পতন। তবে হাওয়া অফিস সূত্রে খবর আপাতত শীত থাকলেও বেশিদিন থাকবেনা শীতের কামড়। ৩ ফেব্রুয়ারির পর থেকেই বদলাবে হাওয়া।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আপাতত চলতি সপ্তাহে স্থায়ী হবে শীত। তবে সপ্তাহ শেষে ৪ ফ্রেবুয়ারি থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। বাড়বে তাপমাত্রা। আগামী ৪ ও ৫ তারিখ সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি ও জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
তবে আশার খবর আপাতত এই ঠাণ্ডায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। আপাতত বঙ্গ থেকে বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।রয়েছে রোদ ঝলমলে উত্তুরে হাওয়ার সঙ্গে শীতের আমেজ। কলকাতার আকাশে ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলায় তা কেটে যাচ্ছে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শুধু কলকাতা নয়, জেলাগুলিতেই তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
তবে ঘন ঘন আবহাওয়া বদলের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষিকাজে। ফলস্বরূপ বাজারেও পড়তে পারে টান। স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ কৃষক থেকে আমজনতার কপালে।
ব্যুরো রিপোর্ট