Daily
অক্টোবরের পর জানুয়ারি। ঠিক তিন মাসের মাথায় আবারো ভাগ্য খুলে গেল মৎস্যজীবীর। দীঘা মোহনার একটি ট্রলারে উঠল তেলিয়া ভোলা। ১২০ পিসের মত। অকশন চললেও মনে করা হচ্ছে, এই এতগুলো তেলিয়া ভোলার আনুমানিক দাম উঠতে পারে প্রায় ২ কোটি টাকা।
আজ দীঘা মোহনায় বিশ্বেশ্বরী ট্রলারে ওঠে ১২০ পিস তেলিয়া ভোলা মাছ। এই বছরে যা প্রথম। প্রতিটি মাছের ওজন আনুমানিক ১৫ থেকে ২০ কিলো। ভুবন বেরার কাঁটায় বিক্রি হচ্ছে এই ১২০ পিসের মত তেলিয়া ভোলা। একসঙ্গে এতো পরিমাণ মাছ দেখে মৎস্যজীবী থেকে ব্যবসায়ীদের মুখের হাসি অনেকটাই চওড়া হয়েছে।
তেলিয়া ভোলা সাধারণত পাওয়া যায় মাঝসমুদ্রে। এই মাছের পটকা থেকে তৈরি হয় ক্যাপসুলের খাপ। পেট থেকে পাওয়া সুতোটি ব্যবহার করা হয় অপারেশন করার পর সেলাইয়ের জন্য। এই মাছটি সচরাচর জাপান এবং থাইল্যান্ডে এক্সপোর্ট করা হয়। একসঙ্গে এতগুলো মাছ পেয়ে খুশি ট্রলার মালিক থেকে আরম্ভ করে সকল মৎস্যজীবীরা।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর