Daily
একটি মাছ, আড়াই লাখ। দিঘা মোহনায় আবারও হইচই। ধরণী নামক ট্রলারে উঠল বিশালাকৃতির তেলিয়া ভোলা।
আবারও ভাগ্য ফিরল এক মৎস্যব্যবসায়ীর। পূর্ব মেদিনীপুরের দিঘা মোহনায় উঠল এক বিশাল আকৃতির তেলিয়া ভোলা। শনিবার এই তেলিয়া ভোলাটি ওঠে কাঁথির ট্রলার মালিক বিবেক করণের ট্রলারে। মাছটির ওজন প্রায় ৩৬ কেজি। জানা গিয়েছে, কেজি প্রতি এই মাছের দর রাখা হয়েছে প্রায় ৮ হাজার করে। জানা গিয়েছে, মাছটি মাদি হওয়ার কারণে দাম একটু কম রয়েছে। এই বিষয়ে জানালেন কি জানালেন ট্রলার মালিক বিবেক করন?
এই মাছের পেটে যে পটকা থাকে, তা ওষুধ তৈরির জন্য মূলত ব্যবহার করা হয়। আর যে কারণে তেলিয়া ভোলার কদর থাকে ভালোরকম। এই বিশালাকৃতির তেলিয়া ভোলা মাছটি দিঘা মোহনায় নিয়ে আসা মাত্রই ব্যপক হইচই পড়ে যায়। মাছটি দেখতে ভিড় জমান অন্যান্য মৎস্যজীবী থেকে পর্যটকরা। স্বাভাবিকভাবেই মাছটি পেয়ে খুশি ট্রলার মালিক।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর