Daily
ফের হৈচৈ পড়ে গেল দিঘায়। কপাল খুলে গেল মাছ ব্যবসায়ীর। রবিবার মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৫৫ কেজির তেলিয়া ভোলা। অবশেষে সোমবার ৩ ঘণ্টা ধরে চলে দরদাম পর্ব। শেষে ২৬ হাজার টাকা কিলোদরে মোট ১৩ লক্ষ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেয় এসএফটি সংস্থা। মাছটি সংকর প্রজাতির তেলিয়া ভোলা বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। দক্ষিণ চব্বিশ পরগনার নৈনানের বাসিন্দা শিবাজী কবির মাছটিকে নিলামের জন্য নিয়ে এসেছিলেন দিঘা মোহনায়।
এই বিষয়ে আড়তদার কার্তিক বেরা বলেন, ‘ এই মাছটি স্ত্রী ছিল। পেটে ডিম থাকায় পটকার পরিমাণ খানিকটা কম। ৬ দিন আগে পুরুষ ৩০ কেজি ওজনের একটি তেলিয়া ভোলা বিক্রি হয়েছিল ৯ লক্ষ টাকায়।’ দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অন্যতম কার্যকর্তা ও স্থানীয় আড়তদার নবকুমার পয়ড়্যা বলেন, ‘ এ মাছ বছরে ২-৪ টা ওঠে। যার জালে জড়ায় তারই কপাল খুলে যায়।’ সোমবার দিঘা মোহনায় বিশালাকার সেই মাছকে দেখার জন্য কার্যত লম্বা লাইন লেগে যায় আড়তে।