Prime
Daily
হাত মেলাল টেলিকম জায়েন্ট সংস্থা রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল
By sanchitabpn21 | August 14, 2021
Daily
হাত মেলাল টেলিকম জায়েন্ট সংস্থা রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল। এয়ারটেলের ৮০০ মেগাহার্টজের ব্যান্ডউইডথ সম্পন্ন স্পেকট্রাম কিনলো মুকেশ আম্বানির সংস্থা জিও। স্পেকট্রাম বিক্রি হলো ১ হাজার ৪ কোটি ৮০ লক্ষ টাকায়।
গ্রাহকসংখ্যার ভিত্তিতে দেশের একনম্বর টেলিকম সংস্থার সাথে এই প্রথম কোনো বাণিজ্যিক চুক্তিতে জোড়ালো আরেক জনপ্রিয় সংস্থা ভারতী এয়ারটেল। এখন থেকে দিল্লি, অন্ধ্রপ্রদেশ ও মুম্বাই – এই তিনটি সার্কেলে ৮০০ মেগাহার্টজের ব্যান্ডউইডথ ব্যবহার করে পরিষেবা দিতে পারবে জিও।
এখানেই শেষ নয়, ৮০০ মেগাহার্টজের ব্যান্ডউইডথের স্পেকট্রাম রক্ষণাবেক্ষণের জন্য আরও ৪৬৯ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করতে রাজি হয়েছে জিও।
ব্যুরো রিপোর্ট