Trending
বি পি এন ডেস্ক : জীবনের দোসর এখন মোবাইল। আপনি কি সার্ফিংয়ে প্রচণ্ড অভ্যস্ত? মোবাইলে পিং আসলেই ফটাফট দেখে নেন যে কোন লিঙ্ক? নাকি ইনবক্সে জমা হওয়া হাজারো মেসেজ প্রত্যেকটাই খুলে দেখেন? নাকি রেসপন্স করেন যে কোন কলের? রেসপন্সকরুনকিন্তুকেওয়াইসিদেবেননা।আরযদিদেনমুহূর্তেইহতেপারেনসর্বসান্ত।চোরেরাকিন্তুথাকবেগারদেরবাইরে।সচেতনহতেহবেআপনাকে।অন্ততএমনটাইপরামর্শদিচ্ছেনকলকাতাপুলিশেরগোয়েন্দাবিভাগ।
অভিযোগ কেউ কেউ মোবাইলে হঠাৎ মেসেজ পাচ্ছেন ফোন নং বন্ধ হয়ে যাবার। তারপরেই জানান হচ্ছে, নম্বর চালু রাখতে হলে ব্যক্তিগত তথ্য দিয়ে আপডেট করতে হবে ‘কেওয়াইসি’। কখনও বা সিম কার্ড চালু রাখতে জানতে চাওয়া হচ্ছে আধার কার্ডের নম্বর। তারপর সেই ভুয়ো সিম কার্ড দিয়েই হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। আর প্রতারণার এই নতুন কৌশলের শিকার শহরের বহু মানুষ।