Market

টেলিকম মার্কেটে নতুন নিয়ম লাগু হতে চলেছে। এবার থেকে সাধারণ নেটওয়ার্কে এবং ইন্টারনেট মারফত যাবতীয় আন্তর্জাতিক কল, স্যাটেলাইট ফোন কল, কনফারেন্স কল এবং মেসেজ-এর যাবতীয় তথ্য অন্তত দু’বছর জমিয়ে রাখতে হবে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলিকে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় টেলিকম দফতর। দেশের নিরাপত্তা ভেবেই এই নিয়ম লাগু করা হচ্ছে। কমপক্ষে দু’বছর এই তথ্য রাখতে হবে এবং তার পরে সেই সব তথ্য না-লাগলে মুছে ফেলা হবে।
গত ডিসেম্বরে ডট ইউনিফায়েড লাইসেন্সের বিধি সংশোধন করে ফোন কল এবং নেট ডিটেলস এক বছরের বদলে দুবছরের করে দেওয়া হয়েছে। আর এই ইউনিফায়েড লাইসেন্সের অধিকারী ভারতী এয়ারটেল, রিলায়্যান্স, জিও , ভোডাফোন আইডিয়া, বিএসএনএলের মতো টেলিকম সংস্থাগুলি। এর পাশাপাশি, টাটা কমিউনিকেশন্স, সিসকো ওয়েবেক্স এটিঅ্যান্ডটি গ্লোবাল নেটওয়ার্কের মতো সংস্থার ক্ষেত্রেও সংশোধন কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইসেন্সপ্রাপকেরা তাদের নেটওয়ার্কে ব্যবহৃত সমস্ত বাণিজ্যিক, কল, তথ্য আদান-প্রদান, আইপির রেকর্ড খতিয়ে দেখার জন্য অন্তত দু’বছর সেগুলি রক্ষণাবেক্ষণ করবে। তার পরে যদি সেগুলি কাজে না লাগে তা নষ্ট করে দিতে পারবে।
ব্যুরো রিপোর্ট