Market
দেশের মাথায় করোনা ভাইরাসের ছায়া। প্রথম বছর আতঙ্কের ছিল। দ্বিতীয় বছরেও সেই আতঙ্কই। এক অনিশ্চয়তার জীবন নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন দেশের প্রত্যেকটি মানুষ। কিন্তু সংক্রমণ এবং মৃত্যু এখনও অব্যাহত। বেঁচে থাকার অনিশ্চয়তার পাশাপাশি আরও ঘনীভূত হয়েছে আর্থিক অস্থিরতা। আর ঠিক এমন একটা সময়েই ব্যতিক্রমী পদক্ষেপ নিল দেশের প্রথম সারির আইটি সংস্থা- এইচসিএল এবং টেক মাহিন্দ্রা।
গত সোমবার এই নামী কর্পোরেট সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যেসকল কর্মীরা করোনায় মারা গেছেন তাদের পরিবারের জন্য চাকরি থেকে শিক্ষার সুযোগ তৈরি করে দেবে এই আইটি সংস্থাগুলি। এইচসিএল অবশ্য চালু করে দিয়েছে ফ্যামিলি অ্যাসিসটেন্স প্রোগ্রাম । যার মধ্যে রয়েছে মেডিক্যাল ইনশিওরেন্স কভারেজ, চাইল্ড এডুকেশন সাপোর্টের মত একাধিক সুবিধা। এমনকি অর্থনৈতিক বিষয়টাও খেয়াল রাখছে এইচসিএল। যাতে করোনায় মৃত্যু হওয়া তাদের কর্মীদের পরিবারের মানুষেরা আবার নিজের জীবন সুন্দরভাবে শুরু করতে পারে।
টেক মাহিন্দ্রার মত কোম্পানি নিযুক্ত করেছে ওয়েলনেস অফিসার। একইভাবে এই সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে, সংস্থার যেসকল কর্মীদের মৃত্যু হয়েছে করোনায়, সেইসকল পরিবারের সদস্যদের যোগ্যতা বিচার করে নিজেদের কোম্পানিতেই চাকরির ব্যবস্থা করে দেবে তারা। যাতে সেই পরিবারের মধ্যে আর্থিক অনিশ্চয়তার মেঘ না ঘনিয়ে আসে।
ব্যুরো রিপোর্ট