Daily

শিয়রে ওমিক্রনের আতঙ্ক। গোটা রাজ্য জুড়ে যখন ভ্যাকসিন নেওয়ার জন্য প্রশাসনিক স্তর থেকে চলছে জোর প্রচার। তখন কোচবিহারের এক শিক্ষক সহ তাঁর পরিবারের কোন সদস্যই নেন নি করোনার ভ্যাকসিন। খবর পেয়ে বাড়ির গেটে তালা ঝুলিয়ে পরিবারকে একঘরে করে দিলেন গ্রামের মহিলা সমিতির সদস্যরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ কোচবিহার জেলার বক্সিরহাট থানার অন্তর্গত মহিষকুচি ১ নং গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, স্বাস্থ্যকর্মী থেকে গ্রামের পঞ্চায়েত প্রধান। প্রত্যেকেই প্রতিষেধক নেবার জন্য বারবার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ভেজেনি চিঁড়ে। অভিযুক্ত শিক্ষক সুবোধ ধর সহ তাঁর পরিবারের কোন সদস্যই ভ্যাকসিন নেওয়া প্রয়োজন মনে করেননি। খবর পেয়ে গ্রামের মহিলা সমিতি সদস্যরা একত্রিত হয়ে তাদের ভ্যাকসিন নেওয়ার দাবি জানায়। কিন্তু তাতেও কাজ না হলে শেষে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
দেবাশীষ বিশ্বাস
কোচবিহার