Trending
শিক্ষক দিবসের দিনেই যোগ্য সম্মান পেতে চলেছে অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাইস্কুল। শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন এই স্কুলের প্রধান শিক্ষক মনোজ ঘোষ।
২৭ বছরের শিক্ষকতার জীবনে প্রতিবারই তিনি এগিয়ে এসেছেন চিরাচরিত ছক ভেঙে। কিন্তু তাঁর শিক্ষাদানের নিরলস পরিশ্রমে আজ পর্যন্ত ভাটা পড়েনি একদিনের জন্যও। অতিমারি এবং লকডাউনের কারণে পড়ুয়াদের হাতে উঠে এসেছে অ্যান্ড্রয়েড ফোন। চলছে অনলাইন ক্লাস। আর যাদের মোবাইল নেই? তাদের জন্যও প্রস্তুত থেকেছেন মনোজ স্যার। পাড়ায় পাড়ায় গাছতলাতে চট পেতে পড়ুয়াদের শিক্ষাদানে ব্রতী থেকেছেন তিনি।
পড়ুয়াদের আরও কাছাকাছি এসে শুধু নিজের ভাবনা নয় ছাত্র-ছাত্রীদেরও ভাবনার খোরাক জোগানো শিক্ষকের বড় দায়িত্ব। যা মনোজ ঘোষের মত শিক্ষক করে গিয়েছেন একটানা। তাঁর এই দীর্ঘ কর্মজীবনের সাফল্য স্বরূপ মনোজ ঘোষ পেতে চলেছেন শিক্ষারত্ন পুরস্কার শিক্ষক দিবসের দিনেই। তিনি এই যোগ্য সম্মান পাওয়ায় খুশি তাঁর ছাত্র ছাত্রী থেকে গোটা অশোকনগরবাসী।
দেবস্মিতা মন্ডল
উত্তর ২৪ পরগনা