Daily

অনলাইনের অচলায়তন ভেঙে নয়া পদ্ধতিতে ছাত্রছাত্রীদের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে এগিয়ে এলেন মালদার শিক্ষক হরিস্বামী দাস। তাঁর এই অসাধারণ কাজের জন্য আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাষ্ট্রপতি পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করা হবে বাংলার এই একমাত্র রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক এই শিক্ষককে।
হরিস্বামী বাবুর এই নয়া মডেল দেখে খুশি হয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি। আগামী শিক্ষক দিবসের দিন ভার্চুয়ালি তাকে সম্মান জানাবেন রামনাথ কোবিন্দ। পাশাপাশি, সমস্ত পড়ুয়া যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হন তাই জন্য সস্থ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের বইয়ের কিউআর কোড নিয়ে আসেন তিনি। যাতে প্রতিটি পড়ুয়া যেকোনো প্রান্ত থেকে এই কিউআর কোড স্ক্যান করে বই পড়তে পারে।
গত বছর লকডাউন শুরু হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। তাঁদের মানসিকভাবে চাঙ্গা রাখতে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করেছেন মালদার শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামীবাবু এবং তাঁর সহ শিক্ষকরা। চলতি বছরে তিনি ‘হাইব্রিড লার্নিং’ পদ্ধতি শুরু করার জন্য দিল্লিকে আবেদন জানান। করোনা আবহে ছাত্রছাত্রীদের মানসিক গঠন ঠিক রাখতে আদর্শ শিক্ষকের মতো তাদের পাশে থাকার জন্য হরিস্বামী বাবুকে কুর্নিশ জানাই আমরা।
ব্যুরো রিপোর্ট