Daily

পেশায় শিক্ষক, নেশায় সমাজসেবক। এই করোনাকালে স্কুল শিক্ষকতার কাজ না করেও প্রতি মাসে সরকারি বেতন পাচ্ছিলেন তিনি। তবে বিষয়টা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তাই অবশেষে সিদ্ধান্ত নিলেন, প্রাপ্ত বেতনের ২০% অর্থ এলাকার দুস্থ মানুষের সাহায্যার্থে দান করবেন।
বস্তির শিশুদের নিয়ে পাঠশালা থেকে শুরু করে বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সবেতেই রায়গঞ্জ শহরের পরিচিত নাম বীরনগরের বাসিন্দা মৃনাল কান্তি সিংহের। উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা হয়েও রাজ্যজুড়ে সামাজিক কাজকর্ম ছড়িয়ে দিয়েছেন মৃণালবাবু। ইতিমধ্যেই প্রতিমাসের বেতনের ২০ শতাংশ টাকা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিয়েছেন করোনা মোকাবিলায় দুস্থ মানুষদের জন্য। বিনামূল্যে বিলি করেছেন মাস্ক ও স্যানিটাইজার। কখনও গরীব মানুষের হাতে তুলে দিয়েছেন আর্থিক সাহায্য। আবার কখনও করোনা আক্রান্ত পরিবারগুলোর কাছে খাবার পৌঁছে দিয়েছেন সময়মতো।
একা নন, এই কাজে এগিয়ে আসার জন্য আহ্বান বার্তা দিয়েছেন রায়গঞ্জ তথা রাজ্যের সমস্ত শিক্ষক সম্প্রদায়ের কাছে। স্কুল শিক্ষক মৃনাল কান্তি সিংহের এহেন উদ্যোগ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সকলের।
অনুপ জয়সয়াল,উত্তর দিনাজপুর