Prime
Daily
কিশোর জাদুতে বিখ্যাত পল্টন দার চা
By sanchitabpn21 | August 10, 2021
আর পাঁচটা চায়ের দোকানের মত ইনিও চায়ের দোকান করছেন সংসার চালাতে। কিন্তু আর পাঁচজনের সঙ্গে উত্তর কলকাতার বেনিয়াটোলা লেনের পল্টন’দার চায়ের দোকানের পার্থক্যটা সহজেই ধরা পড়ে দোকানে।
হাসিমুখে হাসতে হাসতে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছেন পল্টন’দা কিশোর কুমারের গান গেয়ে।
শুনুন পল্টন’দার গান।
চায়ের সঙ্গে যদি থাকে কিশোরকুমারের সুরেলা কণ্ঠ তাহলে সেই চায়ের স্বাদ হয় অন্যরকম। অন্তত বাঙালির কাছে।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ