Market

চাকা ঘুরতে শুরু করেছে চা শিল্পে। চা তৈরির সময় যে চা গাছের বর্জ্য তৈরি হয় এখন সেই বর্জ্যকেই রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে টি বোর্ড অফ ইন্ডিয়া। এই বর্জ্য মূলত রপ্তানি করা হবে ব্রিটেন, আমেরিকা এবং চিনে। আর এই বর্জ্যগুলো ব্যবহার করা হবে রেডি টু ড্রিংকের জন্য।
চা রপ্তানিতের ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী কেনিয়া। সূত্রের খবর, কেনিয়া বিদেশে চা-বর্জ্য রপ্তানি করছে কেজি প্রতি ১ ডলার বা ৭৪ টাকায়। আর সেই বিক্রি বিদেশের বাজারে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করছে। অন্যদিকে ভারতীয় বাজারে এই চা-বর্জ্য বিক্রি হয় কেজি প্রতি ২৫-৩০ টাকায়। কিন্তু চা-বর্জ্য রপ্তানি করার জন্য রপ্তানিকারিদের টি বোর্ড অফ ইন্ডিয়াকে জানাতে হয় চা-বর্জ্যের গুণগত মান, তার পরিমাণ। যার দরুন ভারতের কাছে ২৫-৩০ কোটি টাকা আয়ের রাস্তা খুলতে শুরু করেছে।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভারত বিদেশের বাজারে চা রপ্তানি করেছে ৭১.০৭ মিলিয়ন কেজি। বলা হচ্ছে, অন্যান্য বছরের থেকে প্রায় ৫ মিলিয়ন কেজি কম। আর ভারতে প্রতি বছর চা উৎপন্ন হয় ১৪০০ মিলিয়ন কেজি মত। যার মধ্যে চা-বর্জ্য থাকে ২-৩ শতাংশ।
চা ব্যবসায়ীরা বলছেন, এমনিতেই অতিমারি পরিস্থিতি চা-ব্যবসায় ভালোরকম মন্দা তৈরি করেছিল। দক্ষ কর্মীর অভাবের জন্য চা শিল্পে কিছুটা হলেও ভাটা নামে। কিন্তু চা-বর্জ্য হাসি ফেরাচ্ছে ব্যবসায়ীদের মনে।
ব্যুরো রিপোর্ট