Market
দার্জিলিংয়ের মতনই দার্জিলিংয়ের চা হচ্ছে বাঙালির আবেগ। সকাল হোক বা সন্ধ্যে, চায়ের কাপে চুমুক না দিলে বাঙালির মন ভেজে না। এবার সেই চা-ই চাপ বাড়াতে চলেছে মধ্যবিত্তের পকেটে। কারণ হঠাৎ করেই ধাক্কা খেয়েছে চায়ের উৎপাদন। ১২ মিলিয়ন থেকে নেমেছে ৬ মিলিয়নে। জানাল টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। আর যে কারণে প্রশ্ন তৈরি হয়েছে, তবে কি এবার মূল্যবৃদ্ধির পথে হাঁটতে চলেছে চা?
উৎপাদন ব্যহত হওয়ার কারণে চায়ের রফতানিতেও লেগেছে বড় ধাক্কা। চা দেশের অন্যতম প্রধান রফতানিযোগ্য পণ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে দার্জিলিংয়ের চা। কিন্তু উৎপাদনে ঘাটতি নামার কারণে এখন চায়ের রফতানিতেও নামতে পারে ভাটা। একটি সূত্র বলছে, ২০২১-২২ অর্থবর্ষে ভারত বিশ্ববাজারে চা রফতানি করেছিল ১৮৮.৯১ মিলিয়ন কেজি। কিন্তু দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষে রফতানির সেই পরিমাণ কিছুটা কমে দাঁড়িয়েছে ১৮৪.৩৫ কেজি। তবে এই পরিস্থিতিতেও আশার আলো জিইয়ে রেখেছে রাশিয়া। যুদ্ধের আবহেও ভারত থেকে চা আমদানি করার দিক থেকে এগিয়ে রয়েছে এই দেশটাই। রাশিয়া ভারত থেকে চা আমদানি করে প্রায় ৩১.৮৮ মিলিয়ন কেজি। এরপরেই রয়েছে ইরান, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে যখন দেশের চা-শিল্পে দেখা যাচ্ছে মন্দার ছায়া, তখন অন্যদিকে রাশিয়া, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের চা শিল্পে জুগিয়েছে অক্সিজেন। আপনার কি মনে হয়? আদৌ কি চায়ের দাম বাড়তে পারে? আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুণ, সাবস্ক্রাইব করুণ আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ