Market

আশার আলো দেখছে চা শিল্প। সৌজন্যে ফেব্রুয়ারির বৃষ্টি। আবারো বাড়তে পারে ভালো মানের চায়ের চাহিদা। প্রিমিয়াম ফার্স্ট ফ্লাশ আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে চা বাগানগুলিতে। মনে করা হচ্ছে, আর এক সপ্তাহের মধ্যেই ব্ল্যাক টির ম্যানুফ্যাকচারিং শুরু হয়ে যাবে পুরোদমে।
চা বাগানগুলি ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত প্রথমে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ টি বোর্ডের ধারণা ছিল, অপর্যাপ্ত বৃষ্টির জন্য হয়ত ভালো মানের চা পাওয়া একটু সমস্যা হয়ে দাঁড়াবে। স্বাভাবিকভাবেই বাজারে নিম্ন মানের চায়ের রমরমা বেড়ে যেত। হেঁশেল থেকে রফতানিতে নিম্ন মানের চা দেওয়া ছাড়া অন্য কোন বিকল্প পথও থাকত না। কিন্তু চা শিল্পের খ্যাতি এবং ঐতিহ্যকে বাঁচিয়ে দিল ফেব্রুয়ারির বৃষ্টি। যে কারণে মনে করা হচ্ছে, প্রিমিয়াম ফার্স্ট ফ্লাশ আসার সম্ভাবনা এখন অনেকটাই বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই প্রথম সারির চা সংস্থাগুলির কাছে বড়সড় অর্ডার এসে পৌঁছচ্ছে। ক্রেতার সংখ্যা আবারো বাড়তে শুরু করায় এখন অনেকটাই স্বস্তিতে চা সংস্থাগুলি। সূত্রের খবর, ১৪ ফেব্রুয়ারি থেকেই ব্ল্যাক টি ম্যানুফ্যাকচারিং করা শুরু হয়ে যাবে। ফলে হাসি চওড়া হচ্ছে চা শিল্পের।
ব্যুরো রিপোর্ট