Market

চা রফতানিতে বড়সড় ধাক্কা খেল দেশ। ক্ষতির মুখে পড়ল চা শিল্প। গত বছর জানুয়ারি থেকে অক্টোবর। এই দশ মাসে ভারত ৯ শতাংশ কম চা রফতানি করেছে আন্তর্জাতিক বাজারে। তার অন্যতম প্রধান কারণ বিশ্ব জুড়ে অতিমারির জোড়ালো অভিঘাত। ফলে দেশের ভাঁড়ারে এখনো পড়ে রয়েছে গত বছরের চায়ের স্টক। যা এখনো পর্যন্ত বিক্রি করা সম্ভব হয়ে ওঠেনি।
ভালো কোয়ালিটি চা, যার দাম সাধারণত ঘোরাফেরা করে ২০০ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে। সেই চায়ের বিক্রিও তলানিতে এসে ঠেকেছে। এমনকি কমেছে প্রতি কেজিতে সাধারণ মানের চায়ের দাম। ২০২০ সালে সাধারণ মানের চা যেখানে প্রতি কেজিতে বিক্রি হত ১৮৪ টাকায়। সেখানে চায়ের দাম পড়েছে ১৭৩ টাকাতে।
আন্তর্জাতিক বাজারে ভারতীয় চায়ের কদর থাকে সবসময়। ইউরোপের বাজারে ভারত চা রফতানি করে প্রতি বছর বিরাট অঙ্ক কোষাগারে ঢোকায়। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ গত বছর আছড়ে পড়ার কারণে গোটা দেশেই চা উৎপাদন কিছুটা ব্যহত হয়। তারপরেও যে পরিমাণ চা ভারতে উৎপন্ন হয়েছিল তা বিদেশের বাজারে রফতানি করার চেষ্টা করলে সেখানেও ধাক্কা খেতে হয় করোনার থাবা এসে পড়ায়। তাই আন্তর্জাতিক বাজারের দিকে না তাকিয়ে বরং দেশের মধ্যেই অবিক্রিত চা বিক্রি করার চেষ্টা করছে ভারতীয় টি বোর্ড।
ব্যুরো রিপোর্ট