Market

চা বিক্রি বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি। আর্জি জানিয়েছে চা শিল্প সংগঠনগুলি । জানানো হয়েছে, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে বাংলাদেশে পৌঁছে দেওয়া যাক ভারতে উৎপন্ন চা। আর তবেই হয়ত ভারতের চা শিল্পে কিছুটা হলেও জোয়ার আসবে।
প্রতি বছরই ভারত ২০০ মিলিয়ন কেজি চা বিদেশে রপ্তানি করে। কিন্তু এখনো পর্যন্ত ভারত চায়ের এই বিপুল ব্যবসার অঙ্কে অন্যান্য বারের মত পৌঁছতে পারেনি। আর সেকারণেই পিটিএ মারফত বাংলাদেশে অন্তত ১৫-২০ মিলিয়ন কেজি চা রপ্তানির আর্জি জানানো হয়েছে।
এছাড়াও বলা হয়েছে, রাশিয়া, আমেরিকা, ইরান, আরব, ইরাক, সিরিয়া, লিবিয়া, তুর্কি, চিলি, বাংলাদেশ, থাইল্যান্ড এবং আফগানিস্তানের মত দেশগুলিতে নিজের মার্কেট শেয়ার বাড়াতে যথেষ্ট উদ্যোগ নিতে হবে ভারতকেই। ইন্ডিয়া টি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানিয়েছেন, রপ্তানিকারীদের আরো বেশি মাত্রায় ক্রেতাদের কাছে পৌঁছে যেতে হবে। কথা বলতে হবে বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে। তাদের সহযোগিতায় হোটেল, রেস্তোরাঁ, স্টোর থেকে শুরু করে ক্রেতা সহ সকলের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে হবে বিভিন্ন দেশে। আর তবেই আবার চাঙ্গা হবে ভারতের চা শিল্প।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের চা শিল্পের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নেমেছে কেনিয়ার চা শিল্পও। জানা গিয়েছে, যেখানে ভারত প্রতিবছর ১৪০০ মিলিয়ন কেজি চা উৎপাদন করে এবং রপ্তানি করে থাকে ২৫০ মিলিয়ন কেজি, সেখানে গত বছর এবং এই বছরেও অতিমারি পরিস্থিতি সহ কেনিয়ায় চা উৎপাদন বেড়ে যাওয়ায় বড়সড় ধাক্কা খেতে হয়েছে ভারতের চা শিল্পকে।
ব্যুরো রিপোর্ট