Market
তৃপ্তির চুমুকে দাঁড়ি টানতে চলেছে তালিবান। যার ফল ভুগতে হতে পারে উত্তরবঙ্গের চা শিল্পকে। কারণ আফগানিস্তানে প্রতি বছরেই বিপুল পরিমাণ সিটিসি চা উত্তরবঙ্গ থেকে রপ্তানি করা হয়। অতিমারির আগের বছরেও ২১৭ লক্ষ কেজি চা রপ্তানি করা হয়েছিল। আর রপ্তানি মূল্য হিসেবে ভারতের আয় দাঁড়িয়েছিল ২৭ কোটি টাকায়। কিন্তু দেখা যাচ্ছে তালিবানি দৌরাত্ম্য শুরু হবার পর থেকেই চা রপ্তানিতে বড়সড় ভাটা নেমে আসে। যার দরুন এই বছরে চা রপ্তানি হয় মাত্র ৭৬ লক্ষ কেজি।
এমনিতেই তালিবানি শাসন শুরু হবার পর থেকে ভারতের সঙ্গে আফগান বাণিজ্যের হাল একেবারে তলানিতে এসে ঠেকেছে। আর সেই প্রভাব থেকে বাদ পড়েনি চা শিল্পও। ফলে আফগানিস্তানে যে বিপুল পরিমাণ চা রপ্তানি করা হত তা যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে ধাক্কা খাবে চা শিল্পের অর্থনীতি। এদিকে বিদেশের বাজারে কমছে ভারতীয় চায়ের কদর। ফলে উদ্বৃত্ত চায়ের পরিমাণ নেহাত কম নয়। এই পরিস্থিতিতে কার্যত আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে চা শ্রমিকদের মাথার উপরে। এইভাবে যদি চায়ের কদর পড়তে শুরু করে তাহলে উত্তরবঙ্গের চা শিল্পের ভবিষ্যৎ দাঁড়াবে বড়সড় প্রশ্নচিহ্নের মুখেই।
ব্যুরো রিপোর্ট