Market
![business_prime_TCS_](https://businessprimenews.com/wp-content/uploads/2022/01/TCS_WEB.jpg)
তথ্য ও প্রযুক্তি পরিষেবাখাতে দ্বিতীয় স্থানে উঠে এলো টাটা কনসালটেন্সি সার্ভিস। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তি খাতে সেরার সেরা স্থানে রয়েছে Accenture।
গত এক বছরে টাটা কনসালটেন্সি সার্ভিসের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ১২.৫ শতাংশ। কোম্পানির তরফে ব্র্যান্ড এবং কর্মীদের বিনিয়োগ, গ্রাহক ইক্যুইটি এবং শক্তিশালী আর্থিক পারফরম্যান্সের জন্যই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী ইনফোসিস, উইপ্রো,টেক মাহিন্দ্রা সহ সেরা ২৫ এর মধ্যে রয়েছে বেশ কয়েক আইটি সংস্থা।
এছাড়াও ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ইনফোসিস(৫২%), উইপ্রোর(৪৮%)। এই সংস্থাগুলি ছাড়াও ১৫তম স্থানে রয়েছে টেক মাহিন্দ্রা। গত দু বছরে মাহিন্দ্রা ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৪৫ শতাংশ।
ব্যুরো রিপোর্ট