Market

নিজেদের শেয়ার বিক্রির সতেরো বছর পর প্রথমবারের জন্য বিক্রি পথের হাঁটল টাটা কনসালটেন্সি সার্ভিসেস। যা ছাড়িয়ে গেল ১৩ লক্ষ কোটির মাত্রা। রিলায়েন্সের পর দেশে যা দ্বিতীয় সর্বোচ্চ।
এর জন্য অতিমারির মধ্যেও টিসিএসের একটানা বৃদ্ধিকেই অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। টেকনোলজি নির্ভর বিভিন্ন ছোট-বড় সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিয়ে ভারতের অন্যতম নির্ভরযোগ্য সংস্থা হিসেবে উঠে এসেছে টিসিএস। বর্তমানে টিসিএসের মার্কেট ক্যপিটালাইজেশন দাঁড়িয়েছে ১৩.১৪ লক্ষ কোটি টাকায়। যেখানে রিলায়েন্সের বর্তমান পরিস্থিতিতে রয়েছে ১৩.৭ লক্ষ কোটি টাকা।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, দেশে সবচেয়ে নির্ভরযোগ্য আইটি সংস্থা দুটি হল টিসিএস এবং উইপ্রো। যাদের উত্থান করোনা ভাইরাসও আটকাতে পারেনি।
ব্যুরো রিপোর্ট