Trending

টেলিকম পরিষেবায় অন্যান্য বেসরকারি সংস্থার থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে বিএসএনএল। যে কারণে ভারতে বেসরকারি সংস্থাগুলি ৫জি পরিষেবা দেবার জন্য রীতিমত প্রস্তুতি নিচ্ছে, তখন দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল কিভাবে ৪জি পরিষেবা চালু করতে পারে সেই নিয়েই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তাই আর দেরি করতে চাইছে না বিএসএনএল। কারণ যে কয়েকজন গ্রাহক এখনও বিএসএনএলের সঙ্গে যুক্ত আছেন তাঁরা কেউই ৪জি পরিষেবা উপভোগ করতে পারেননি। তাই সংস্থার লক্ষ্য ৫জি পরিষেবা চালু করা এবং তার জন্য কোনভাবেই আর সময় নষ্ট করতে রাজি নয় তারা।
সূত্রের খবর, চলতি বছরের শুরুতেই বিএসএনএল ৪জি এবং ৫জি পরিষেবা চালু করার জন্য কয়েকটি সংস্থার কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু দেখা গেল, শেষ পর্যন্ত তিনটি কোম্পানি বাদে বাকি প্রত্যেকটি সংস্থা বিএসএনএলের এই ডাকে সাড়া না দিয়েই ফিরে আসে। টিসিএস, তেজস নেটওয়ার্ক এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স বা সি-ডট বিএসএনএলের এই উদ্যোগে আগ্রহ দেখায়। যাদের হাত ধরে ৪জি পরিষেবা চালু করতে পারে বিএসএনএল। যদি সবকিছু ঠিক থাকে, তবে ২০২৩ সালের মধ্যে ৫জি পরিষেবা নিয়ে আসতে পারে বিএসএনএল।
ব্যুরো রিপোর্ট