Jobs

লক্ষাধিক ফ্রেশার নিয়োগের পথে টিসিএস, এইচসিএল, ইনফোসিস এবং উইপ্রো। চলতি অর্থবর্ষেই নেওয়া হবে ১,২০,০০০ ফ্রেশার। বিশ্বজুড়ে তুঙ্গে ওঠা প্রযুক্তি পরিষেবার কারণে আগামী এক-দেড় বছর ফ্রেশারের চাহিদা থাকবে তুঙ্গেই।
জানা গিয়েছে, বিশ্বব্যপী ছড়িয়ে পড়া এই আইটি জায়ান্ট সংস্থাগুলি ছাড়াও মাঝারি মাপের সংস্থাগুলি যেমন মাইন্ড ট্রি চলতি অর্থবছরে নিয়োগ করতে চলেছে বেশ কিছু পরিমাণ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। সূত্রের খবর, গোটা বিশ্ব জুড়ে আইটির বাজার এখন তুঙ্গে। একইভাবে ছোট, মাঝারি বা বড়- প্রতিটি সংস্থাই চাইছে বড় বড় প্রকল্পে হাত দিতে। যার জন্য মেধা এবং কর্মী দুয়েরই প্রয়োজন আছে।
টিসিএস, উইপ্রো বা ইনফোসিসের মত গ্লোবাল সংস্থাগুলি এখন এমন সব প্রকল্পে হাত দিচ্ছে যেগুলি মসৃণ গতিতে করার মত পর্যাপ্ত দক্ষ কর্মীর অভাব লক্ষ্য করা গিয়েছে। এদিকে দেশের মোট আইটি পরিষেবা থেকে আয়ের তিনভাগের একভাগেরও বেশি উপার্জন করে এই সকল সংস্থা। ফলে মনে করা হচ্ছে, টিসিএস, উইপ্রো, ইনফোসিস বা এইচসিএলের মত আন্তর্জাতিক সংস্থাগুলির পাশাপাশি অন্যান্য আইটি সংস্থাও ভালো সংখ্যার ফ্রেশার নিয়োগ করবে।
ব্যুরো রিপোর্ট