Jobs

চাকরির বাজারে আকাল দেখা গেছে ঠিকই, তবু এরই মধ্যে খুশির বার্তা নিয়ে এল আইটি সংস্থা। ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা টিসিএস ২০২১-২২ আর্থিক বর্ষে ক্যাম্পাস থেকেই নিয়োগ করতে চলেছে ৪০ হাজার ফ্রেশার। যা নিঃসন্দেহে আইটি পড়ুয়াদের জন্য অনেকটাই স্বস্তি এনে দিচ্ছে। এমনকি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অতিমারি পরিস্থিতিতে বিধিনিষেধ নিয়োগের ক্ষেত্রে কোনরকম বাধা তৈরি হবেনা।
সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান মিলিন্দ লক্কড় জানিয়েছেন, গত বছর মোট ৩ লক্ষ ৬০ হাজার ফ্রেশার ভার্চুয়াল প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যাদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে ৪০ হাজার ফ্রেশার টিসিএসের সঙ্গে যুক্ত হতে পেরেছিলেন। সেই ধারাবাহিকতা এবারেও বজায় থাকবে। একইভাবে আগামীদিনে আরও বাড়বে এই সংখ্যা।
অন্যদিকে সংস্থার চিফ অপারেটিং অফিসার এন গণপতি সুব্রহ্মণ্যম জানিয়েছেন, দেশে প্রতিভার অভাব নেই। দক্ষতা এবং কাজের সংস্কৃতির নিরিখে ভারতীয় প্রতিভা অভূতপূর্ব।
উল্লেখ্য, টিসিএস ছাড়াও অন্য আরেকটি সংস্থা সিটিএস এই বছর ২৮ হাজার ফ্রেশার নিয়োগের পরিকল্পনা নিয়েছে। গত বছরেও সংস্থাটি প্রায় ১৭ হাজার কর্মী নিয়োগ করে। তাই সবমিলিয়ে বলাই যায়, আইটি দুনিয়ায় এখনও কর্মশূন্যতা তৈরি হয়নি। তাই আইটি পড়ুয়াদের মুখে অনেকটাই স্বস্তির হাসি।
ব্যুরো রিপোর্ট