Jobs

টাটা কনসাল্টিং সার্ভিসে কাজ করা ব্যাক্তিরা এবার বেতনের সঙ্গে পাবেন অতিরিক্ত টাকা। ভ্যারিয়েবল পে অর্থাৎ আপনি কত টাকা অতিরিক্ত পাবেন সেটা নির্ভর করবে আপনার পারফর্মেন্সের ওপর। গত জুন মাস থেকে বকেয়া ছিল এই ভ্যারিয়েবল পেআউট।
মঙ্গলবারই টিসিএস সংস্থা মারফৎ জানা যায়, ১০০ শতাংশ ভ্যারিয়েবল পেআউট দেওয়া হবে প্রায় ৬ লক্ষেরও বেশি কর্মীকে। সংস্থার তরফে জানা গিয়েছে, গত জুন মাসে মূলত কনসালটেন্ট, অ্যাসোসিয়েট কনসালটেন্ট ও অ্যাসিস্টেন্ট কনসালটেন্ট পদে যারা কাজ করেন, তাদেরই ভ্যারিয়েবল পে বকেয়া ছিল। টিসিএসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, প্রতি এক মাস বা দুই মাস অন্তর কর্মীদের কাজের ভিত্তিতে ভ্যারিয়েবল পে দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতিই ইনফোসিস ও উইপ্রোর মতো তথ্য প্রযুক্তি সংস্থাগুলি ভ্যারিয়েবল পে কমিয়েছে বা বন্ধ করে দিয়েছে। জুন মাসে ইনফোসিস সংস্থা ৭০ শতাংশ কর্মীকে ভ্যারিয়েবল পে দিয়েছে। যদিও সংস্থার তরফে জানানো হয় অপারেটিং মার্জিনের চাপ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। অন্যদিকে, উইপ্রো সংস্থার তরফেও জানানো হয়েছে, সি ব্যান্ড ও তার উপরের পদের কর্মীরা এবার পাবেন না ভ্যারিয়েবল পে ।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ