Trending
অত্যধিক কাজের চাপ, সময় পেরিয়ে গেলেও কর্মীদের অফিসে বসে থাকা। এইসবে ইতি টানতে চলেছে টিসিএস। আনতে চলেছে ২৫/২৫ মডেল। যেখানে কর্মীদের জন্য দিনে ছ’ঘণ্টা অফিস বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে দিনে এক চতুর্থাংশ কর্মীদের অফিসে থাকলেই হবে।
উল্লেখ্য, করোনা আবহে টিসিএস আগেই সিদ্ধান্ত নিয়েছিল ২৫ শতাংশ কর্মীদের অফিসে বসে কাজ করতে হবে। বাকি ৭৫ শতাংশ কর্মীর জন্য আপাতত ওয়ার্ক ফ্রম হোম চালু থাকবে। টিসিএস কর্তৃপক্ষ সূত্রে খবর, অফিসের উৎপাদনশীলতা এবং কর্মদক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর সঙ্গেই যুক্ত হল ২৫/২৫ মডেল। সূত্রের খবর, ২০২৫ সাল পর্যন্ত ২৫ শতাংশ কর্মী নিয়েই টিসিএস কাজ করবে।
টিসিএস জানিয়েছে, যত শতাংশ কর্মী নিয়ে আপাতত অফিস চলছে, এই বছরের শেষে ধাপে ধাপে কর্মীসংখ্যা বাড়ানো যেতে পারে। তবে যখন কর্মীসংখ্যা বাড়ানো হবে তখন একইসঙ্গে চালু করা হবে ২৫/২৫ মডেল। মনে করা হচ্ছে, এই মডেল গৃহীত হলে টিসিএসের কর্মীদের উৎকর্ষতা অনেকটাই বাড়বে।
ব্যুরো রিপোর্ট